মনু-মিয়া

পুরস্কার না নিয়ে মনু মিয়ার জানাজায় অভিনেতা খায়রুল বাসার
কিশোরগঞ্জের ইটনায় বিনা পারিশ্রমিকে ৩ হাজার ৫৭টি কবর খননকারী মনু মিয়া (৬৭) মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে, হৃদয়ে আঘাত লেগেছে দূরের মানুষদেরও। তার প্রতি ভালোবাসা জানাতে ছুটে গেছেন অভিনেতা খায়রুল বাসার। পুরস্কার নিতে নয়, বরং শেষবারের মতো প্রকৃত এক নায়কের পাশে দাঁড়াতে।

বিনা পারিশ্রমিকে তিন হাজার কবর খননকারী সেই মনু মিয়া চলে গেলেন
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বিনা পারিশ্রমিকে তিন হাজারেরও বেশি কবর খননকারী মো. মনু মিয়া (৬৭) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আজ (শনিবার, ২৮ জুন) সকাল ১০টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।