১৫ আগস্টে ফুল না দেয়ার কোনো নির্দেশনা ছিল কি না?— প্রশ্নে উপদেষ্টার অস্পষ্ট জবাব
১৫ আগস্টে ফুল না দেয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা ছিল কি না?— প্রশ্ন করা হলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তো একটা নির্দেশনা দেয়াই ছিল, এরপর তো আমাদের আর কোনো কথা নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি। আজ (সোমবার, ১৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।