আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি সাম্প্রতিক ইস্যুসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ফুল দেয়ার ক্ষেত্রে কোনো নির্দেশনা ছিল কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এক্ষেত্রে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তো একটা নির্দেশনা দেয়াই ছিল, এরপর তো আমাদের আর কোনো কথা নেই।’
১৫ আগস্ট অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ছিল উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ফুল দেয়ার ক্ষেত্রে বাধা দেয়ার ক্ষেত্রে আপনাদের কী নির্দেশনা ছিল জানি না, তবে আমাদের ক্ষেত্রে, আপনারাও তো জানেন পরিস্থিতি কী! আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এ ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল।’
‘মব সন্ত্রাস’ মোকাবিলায় সরকার অবস্থান তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, ‘মব সন্ত্রাস এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগের চেয়ে অনেক কমেছে। নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
আরও পড়ুন:
এ সময় তিনি জানান, অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পুলিশে ১৫ হাজার ৮৫১, বিজিবিতে ৪ হাজার ৪৬৯, আনসারে ৫ হাজার ৫৫১, ফায়ার সার্ভিসে ২০৮, কারায় ১৫৫৮ জনের পদ সৃষ্টি হয়েছে। বেশিরভাগই পদ সৃজন হয়েছে, তবে কিছু শূন্য পদেও নিয়োগ দেয়া হয়েছে।
কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে আজকেও ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। এটি চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে।’
তিনি বলেন, ‘আমরা চাই নির্দোষ কেউ যেন আইনের আওতায় না আসে। তবে দোষী কেউ ছাড় পাবে না।’