নরসিংদী থামবে মহানগর প্রভাতী-গোধূলি-উপবন এক্সপ্রেস
এখন থেকে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথের মহানগর প্রভাতী, মহানগর গোধূলি এবং উপবন এক্সপ্রেস নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি করবে। এর আগে, ট্রেন তিনটির যাত্রাবিরতি নরসিংদী স্টেশনে ছিল না। এগুলোসহ এই স্টেশনে যাত্রাবিরতি করা আন্তঃনগর ট্রেনের সংখ্যা হলো ৮।