নরসিংদী থামবে মহানগর প্রভাতী-গোধূলি-উপবন এক্সপ্রেস

ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন করা হয়েছে
এখন জনপদে
2

এখন থেকে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথের মহানগর প্রভাতী, মহানগর গোধূলি এবং উপবন এক্সপ্রেস নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি করবে। এর আগে, ট্রেন তিনটির যাত্রাবিরতি নরসিংদী স্টেশনে ছিল না। এগুলোসহ এই স্টেশনে যাত্রাবিরতি করা আন্তঃনগর ট্রেনের সংখ্যা হলো ৮।

আজ (রোববার, ০১ জুন) সকালে এসব ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এসময় যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়।

নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল বলেন, ‘নতুন করে ৩টি ট্রেন যাত্রাবিরতিতে হাজারো যাত্রীর দুর্ভোগ লাঘব হবে। এ ছাড়া, পণ্য পরিবহনের সংকটও কিছুটা কাটবে। আমরা দীর্ঘসময় ধরে চেষ্টা করছিলাম, নরসিংদীতে আরো বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে। সেটি আজ সম্ভব হয়েছে।’

জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী বলেন, ‘দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটসহ কৃষি ও শিল্পসমৃদ্ধ এবং শিক্ষাক্ষেত্রে এ জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে এ জেলার যোগাযোগের ক্ষেত্রে পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি ছিল না। রেলপথ মন্ত্রণালয় বিষয়টি অনুধাবন করে যাত্রাবিরতির অনুমতি দেয়ায় জেলাবাসী উপকৃত হবেন।’

এসময় নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল মান্নান, রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম, নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি মো. আমজাদ জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এনএইচ