মাছ-আহরণ

আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু
তিন মাস নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আজ (শনিবার, ২ আগস্ট) মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে আবারো মাছ আহরণ শুরু হবে। এ খবর নিশ্চিত করেছেন রাঙামাটি বিএফডিসি ম্যানেজার কমান্ডার মো. ফয়েজ আল করিম। দীর্ঘ ৩ মাস ২ দিন (৯৪ দিন) পর মাছ আহরণে নিষেধাজ্ঞা শেষে আজ শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামবেন জেলেরা। মধ্যরাত থেকে মাছ আহরণের কারণে কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট।

কাপ্তাই হ্রদে মাছ আহরণে ১৩ দিনে আয় প্রায় ২ কোটি টাকা
১২৭ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনে এ খাতে জেলারে মোট রাজস্ব আয় হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা। ৯৫০ টন মাছ থেকে এ রাজস্ব আয় হয়েছে। যেখানে আগের মৌসুমে ১ হাজার টন মাছ থেকে ২ কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়েছিল।