রাঙামাটির বাঘাইহাট-সাজেক সড়কে পাহাড় ধস, দুইশোর বেশি পর্যটক আটকা
রাঙামাটির বাঘাইহাট-সাজেক সড়কের চম্পাতলী ও নন্দারাম এলাকায় পাহাড়ের মাটি ধসে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। এতে সড়কের দুই প্রান্তে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটকসহ স্থানীয়রা। ধসের ফলে সড়কের প্রায় ১৬০ মিটার অংশ পাহাড় ধসে মাটি দিয়ে ভরাট হয়ে যাওয়ায় যানবাহন চলাচল অবরুদ্ধ রয়েছে।