আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) ভোর রাতে এ ধসের ঘটনা ঘটে। দ্রুত মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে খাগড়াছড়ির দিঘীনালা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় কাজ শুরু করলেও পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে কাজ ধীরগতিতে এগোচ্ছে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণদেব বর্মন জানান, সাজেক থেকে প্রতিদিন সকাল সাড়ে দশটা ও দুপুর ২টায় পর্যটকবাহী গাড়ি ছেড়ে যায়। তবে আজ সড়ক বন্ধ থাকায় গাড়িগুলো যেতে পারেনি, ফলে দুই শতাধিক পর্যটক সাজেকে আটকা পড়েছেন।
বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবির জানান, ধসের কারণে বাঘাইহাট থেকে সাজেক সড়ক বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ দ্রুত স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ চালিয়ে যাচ্ছেন। কাজ শেষ হলেই যান চলাচল পুনরায় শুরু হবে।