আয়ারল্যান্ডে শিশুদের গোপণ গণকবরের সন্ধান, খনন শুরু
আয়ারল্যান্ডের উদ্ধার হওয়া শিশুর গোপন গণকবরের খননকাজ শুরু হচ্ছে সোমবার থেকে। দেশটির টুয়াম শহরের একটি মাতৃসদনের সেপটিক ট্যাংকে ২০১৪ সালে সন্ধান মিলে ৮ শতাধিক শিশুর দেহাবশেষ। যেখানে ঠাই হয় নবজাতক থেকে শুরু করে তিন বছর বয়সী সব শিশুর। মূলত ১৯২৫ থেকে ১৯৬১ সাল পর্যন্ত বিয়ে ব্যতীত জন্মানো হাজারো শিশুদের আলাদা করে এই মাতৃসদনে রাখা হতো।