ফুটবল মাঠ রক্ষণাবেক্ষণে প্রথমবারের মতো কিউরেটর আনার পরিকল্পনা বাফুফের
দেশের ফুটবল মাঠ রক্ষণাবেক্ষণে প্রথমবারের মতো কিউরেটর আনার পরিকল্পনা করছে বাফুফে। এর মাধ্যমে দেশেই কিউরেটর তৈরির ভাবনাও আছে ফেডারেশনটির। এদিকে এদিকে বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচে দেশিয় শিল্পীদের পারফরম্যান্সের পাশাপাশি বাফুফের পরিকল্পনায় থাকছে মনোমুগ্ধকর লেজার শো'র আয়োজন।