ফুটবল মাঠ রক্ষণাবেক্ষণে প্রথমবারের মতো কিউরেটর আনার পরিকল্পনা বাফুফের

মাঠ রক্ষণাবেক্ষণে কিউরেটর নিয়োগে কাজ চলছে
ফুটবল
এখন মাঠে
0

দেশের ফুটবল মাঠ রক্ষণাবেক্ষণে প্রথমবারের মতো কিউরেটর আনার পরিকল্পনা করছে বাফুফে। এর মাধ্যমে দেশেই কিউরেটর তৈরির ভাবনাও আছে ফেডারেশনটির। এদিকে এদিকে বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচে দেশিয় শিল্পীদের পারফরম্যান্সের পাশাপাশি বাফুফের পরিকল্পনায় থাকছে মনোমুগ্ধকর লেজার শো'র আয়োজন।

ক্রিকেট মাঠের ২২ গজকে প্রতিপক্ষের জন্য লড়াইয়ের ভয়ঙ্কর ময়দান আর খেলা উপযোগী করতে পিচ কিউরেটরের চল অনেক আগে থেকেই ছিল দেশের ক্রীড়াঙ্গনে। তবে খেলাপ্রিয় কোটি মানুষের দেশে ফুটবল মাঠের কিউরেটর শব্দটা একেবারই অচেনা। যে কারণে মাঠের বেহাল দশার মধ্যেও খেলতে হয় ফুটবলারদের।

তবে এবার সেই জায়গায় পরিবর্তন আনতে যাচ্ছে তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিটি। শুধু মাঠের কিউরেটর নিয়োগ নয়, দেশেই বানাতে চান রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ ব্যক্তি।

বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘মাস্টার ট্রেইনারের আন্ডারে আমরা জুনিয়র কিউরেটর রাখবো, যারা শিখবে। ইভেনচুয়ালি আমি বিশ্বাস করি ভবিষ্যতে বাংলাদেশের কিউরেটররাই দেশের মাঠ দেখে রাখবে।’

এদিকে ১০ জুন বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের আগে স্টেডিয়ামের ফ্লাড লাইটের পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে। সেদিন ম্যাচে বৃষ্টির শঙ্কা থাকলেও নির্বিঘ্নে খেলা চালিয়ে যাবার ব্যাপারে আশাবাদী বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল।

তিনি বলেন, ‘এত ভারী বৃষ্টির পরেও কিন্তু আমাদের ফিল্ড পানি অ্যাবজর্ব করতে পেরেছে। অতীতে আমরা দেখেছি ফ্লাডিং হয়ে যেত, চালাতে পারতাম না, খেলার মাঝে বল আটকে যেত। আগামী ১০ জুন খেলার সময় বৃষ্টি হলেও আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের ফ্লাড লাইট অ্যাডজাস্ট হয়ে গেছে।’

হামজা চৌধুরী, সমিত শমের ঘরের মাটিতে অভিষেকের দিনে ফুটবল পাগল মানুষের জন্য ভিন্নমাত্রার আয়োজনের কথা জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির এই সদস্য।

তিনি বলেন, ‘বাচ্চাদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য গেমস থাকবে। রিফ্রেশমেন্ট থাকবে, মার্চেন্ডাইজ স্টল থাকবে। আমরা চাচ্ছি যে, কেউ যদি খেলা নাও দেখতে আসে তারা যেন স্টেডিয়ামে এসে আশেপাশের আমেজ অনুভব করতে পারে। স্টেডিয়ামের ভেতর আমাদের একটা প্রিগেম কনসার্ট হবে। হাফ টাইমে একটা লেজার শো বা মিউজিক্যাল শো করবো আমরা। এটা গাইডলাইনের মধ্যে থাকবে।’

২২ মের মধ্যে এনএসসি থেকে মাঠ বুঝে পাওয়ার পরই খেলোয়াড়দের অনুশীলনের আনুষ্ঠানিকতা শুরু করবে বাফুফে।

এএইচ