মিয়ানমারে জান্তা সরকারের দেয়া নির্বাচনের ঘোষণা নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক মহলে
মিয়ানমারের জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য জান্তা সরকার সাড়ে চার বছরের জরুরি অবস্থা প্রত্যাহার করলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, দেশটির বিরোধী দলগুলোর অধিকাংশ নেতাই যখন কারাবন্দি তখন এই নির্বাচন কীভাবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে তা পরিষ্কার নয়। এছাড়া জান্তা সরকারের সঙ্গে চীনের সখ্যতা ও স্বার্থরক্ষা নিয়েও বিভাজন আছে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে।