চাঁদপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁদপুরের মুন্সিরহাট বাজারে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় জেলা পরিষদ এবং সড়ক ও জনপদের জায়গায় গড়ে তোলা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর, মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেয়।