উচ্ছেদের কারণে কর্মহীন হয়ে পড়া ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান। এদিকে উচ্ছেদকৃত স্থানে পুনরায় স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন।
উচ্ছেদকৃত ব্যবসায়ীরা বলেন, ‘আমরা এখন কর্মহীন হয়ে পড়েছি। সরকার যেন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করে সে দাবি জানাচ্ছি।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বলেন, ‘আমরা আগে থেকেই অবৈধভাবে দখলকারী ব্যবসায়ীদের সরকারি জায়গা থেকে সরে যাওয়ার জন্য বলে আসছি। আজকে আমরা নিয়ম মেনে যৌথভাবে এ অভিযান পরিচালনা করি। অভিযানে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। চাঁদপুর সদর ও মতলব দক্ষিণ উপজেলার বাজারগুলোতে যে জায়গা রয়েছে, আবেদন সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে জায়গা দেয়া হবে।’