বছর না ঘুরতেই বন্যায় তিন দফায় ডুবলো ফেনী
২০২৪ সালের ২১ আগস্ট, ফেনীসহ আশপাশের জেলা ডুবে গিয়েছিলো ভয়াবহ এক বন্যায়। প্রাণ হারায় অনেকে, নিঃস্ব হয় হাজারো পরিবার। বছর পার না হতেই ২০২৫-এর ঘূর্ণিপাকে তিন দফায় ডুবলো জনপদ। বারবার এ বন্যার পেছনে কী কারণ? মুক্তির উপায়ই—বা কী?