ময়মনসিংহে পাইকারিতে কমেছে সবধরনের সবজির দাম
ছুটির দিন থাকায় আজ (শুক্রবার, ২ মে) সকাল থেকেই ময়মনসিংহের মেছুয়া বাজারে ছিল ক্রেতা বিক্রেতায় সরগরম। তবে গেল কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ঘাটতি থাকায় ৬০ থেকে ৭০ টাকার নীচে পাইকারিতে মিলছিল না কোনো সবজি। তবে আজ বাজারের চিত্র উল্টো, সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহের মেছুয়া বাজারে পাইকারিতে সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা কমেছে।