সরেজমিনে, আজ কেজিতে ৫ টাকা কমে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪৫ টাকা, ১০ টাকা কমে চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৩৫ টাকা, টমেটো ৪০, করলা ৩৬, ঢেঁড়স ৪০ এবং বেগুন ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে। তবে বাজারে নতুন থাকায় চড়া দাম যাচ্ছে কাঁকরোলের।
এদিকে খুচরা সবজির বাজারের চিত্রটা কিছুটা ভিন্ন। পাইকারি সবজির বাজার শেষ হওয়ার ১ ঘণ্টার ব্যবধানে করলা, বেগুন, ঢেঁড়স, টমেটো, কাঁকরোলসহ সবধরনের সবজি কেজিতে ১০ থেকে ১৫ বেশিতে বিক্রি হচ্ছে। সবজি কিনতে এসে দাম শুনে অস্বস্তিতেও ক্রেতারা।