ময়মনসিংহে পাইকারিতে কমেছে সবধরনের সবজির দাম

ময়মনসিংহ
ময়মনসিংহের একটি সবজি বাজার
বাজার , কাঁচাবাজার
এখন জনপদে
0

ছুটির দিন থাকায় আজ (শুক্রবার, ২ মে) সকাল থেকেই ময়মনসিংহের মেছুয়া বাজারে ছিল ক্রেতা বিক্রেতায় সরগরম। তবে গেল কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ঘাটতি থাকায় ৬০ থেকে ৭০ টাকার নীচে পাইকারিতে মিলছিল না কোনো সবজি। তবে আজ বাজারের চিত্র উল্টো, সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহের মেছুয়া বাজারে পাইকারিতে সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা কমেছে।

সরেজমিনে, আজ কেজিতে ৫ টাকা কমে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪৫ টাকা, ১০ টাকা কমে চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৩৫ টাকা, টমেটো ৪০, করলা ৩৬, ঢেঁড়স ৪০ এবং বেগুন ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে। তবে বাজারে নতুন থাকায় চড়া দাম যাচ্ছে কাঁকরোলের।

এদিকে খুচরা সবজির বাজারের চিত্রটা কিছুটা ভিন্ন। পাইকারি সবজির বাজার শেষ হওয়ার ১ ঘণ্টার ব্যবধানে করলা, বেগুন, ঢেঁড়স, টমেটো, কাঁকরোলসহ সবধরনের সবজি কেজিতে ১০ থেকে ১৫ বেশিতে বিক্রি হচ্ছে। সবজি কিনতে এসে দাম শুনে অস্বস্তিতেও ক্রেতারা।

এএইচ