ঘরোয়া ক্রিকেটে বাড়ছে অরাজকতা!
দিন যত এগুচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটে বাড়ছে অরাজকতা। বোর্ড সভাপতিসহ ৭ পরিচালকের নির্দেশনায় শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কের শাস্তি কমাতে ক্রিকেটের আইন পরিবর্তন, আম্পায়ার্স কমিটির সভায় বিসিবির দুই ম্যাচ রেফারির তুমুল দ্বন্দ্ব। যেন পাড়ার ক্রিকেটে রূপ নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। প্রশ্ন উঠেছে অরাজকতা থামাতে বোর্ড সভাপতির ভূমিকা নিয়েও।