বরগুনায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক ও সরঞ্জাম
জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত ৫ হাজার ৩০৩ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে আর প্রাণ ঝরেছে ২৩ জনের। যার মধ্যে বরগুনাতেই আক্রান্ত দেড় হাজারের বেশি। মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ৮ জনের। প্রতিনিয়ত আক্রান্ত বাড়লেও সদর হাসপাতালে চিকিৎসক, নার্সসহ পরিচ্ছন্নতাকর্মীর তীব্র সংকট। নেই আইসিইউ সুবিধাসহ প্রয়োজনীয় সরঞ্জাম। সেবা পেতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে রোগী ও স্বজনদের।