ঝুঁকিপূর্ণ অবস্থায় জামালপুরের একমাত্র বাস টার্মিনাল, নির্মাণের ৪ দশকেও নেই উন্নয়ন
নির্মাণের পর কেটে গেছে ৪ দশকের বেশি সময়। অথচ জামালপুর শহরের একমাত্র আন্তঃজেলা বাস টার্মিনালে লাগেনি উন্নয়নের ছোঁয়া। ভবনের ছাঁদ ভেঙে রেড়িয়েছে রড, খসে পড়ছে পলেস্তারা। দিনে দিনে টার্মিনাল এলাকা পরিণত হয়েছে নোংরা, জরাজীর্ণ ও পরিত্যক্ত স্থানে। টার্মিনালের উন্নয়নে দীর্ঘদিন ধরে দাবি ও আন্দোলনেও মেলেনি সুফল। তবে জেলা পরিষদের দাবি অবকাঠামো উন্নয়নে নেয়া হয়েছে মাস্টারপ্ল্যান।