সাদাপাথর-জাফলংয়ের পর এবার রাংপানিতে পাথরের ‘হরিলুট’
প্রশাসনের নজর যখন সাদাপাথর আর জাফলংয়ে, তখন আরেক জনপ্রিয় পর্যটন স্পট জৈন্তাপুরের শ্রীপুর এলাকার রাংপানিতে চলছে পাথর লুট। স্থানীয়রা বলছেন, এরই মধ্যে রাংপানির এলাকার পাথর অনেকটা শেষ হয়ে গেছে। আর প্রশাসন বলছে, এসব লুটপাটের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।