এদিকে শনিবার (১৬ আগস্ট) রাতে সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের অভিযানে আরও ৪ জনকে আটক করেছে পুলিশ।
সপ্তাহব্যাপী সিলেটসহ পুরো বাংলাদেশে সিলেটের পাথর লুটকে ঘিরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। তার পরেই সজাগ হয় প্রশাসন, চলে ধারাবাহিক অভিযান।
এর ব্যতিক্রম হয়নি আজও, জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে জাফলং ও সাদাপাথর এলাকায় উদ্ধার হচ্ছে লুট করা পাথর। সেই সঙ্গে ধ্বংস করা হচ্ছে পাথর লুটের আলামতও।
আরও পড়ুন:
একদিকে যখন এমন অবস্থা, তখন অন্যদিকে চলছে পাথর লুটপাট। এ চিত্র সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরের রাংপানি এলাকার। প্রকাশ্যেই শত শত শ্রমিক পাহাড় কেটে নৌকার মাধ্যমে লুট করছে পাথর। এমনকি তোয়াক্কা করছে না বিজিবির টহলও। এরই মধ্যে পর্যটন এলাকাটি পাথরবিহীন হয়ে পড়েছে অনেকটাই।
স্থানীয়রা বলছেন, গত কযেকমাস ধরেই প্রশাসনকে ফাঁকি দিয়ে চলছে এমন কার্যক্রম। আর প্রশাসন বলছে, পর্যায়ক্রমে রাংপানিতেও তাদের অভিযান চলবে। তবে সময় লাগবে আরও।
এদিকে সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের চলমান অভিযানে শনিবার রাতে আরও ৬ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে পাথর ইস্যুতে গত দুই দিনে আটক করা হয় ১১ জনকে।