জোট থেকে এক দলে পরিণত হতে পারে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্রসংস্কার আন্দোলন
রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের পর নির্বাচন কমিশনে নিবন্ধিত ২টি রাজনৈতিক দল এনসিপি ও এবি পার্টি। আরেকটি দল রাষ্ট্র সংস্কার আন্দোলন নিবন্ধন পেতে এখনো আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। নিজেদের সমমনা দাবি করা এই ৩ দল গেলো ৭ ডিসেম্বর ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন রাজনৈতিক মোর্চার জন্ম দেয়। এবার আভাস জোট থেকে একটি দলে পরিণত হতে পারে এ ৩ রাজনৈতিক দল।