সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বেলকুচি থেকে তিনজনের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বেলকুচি উপজেলার পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে লাশগুলো উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতদের মধ্যে দুইজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জেলার বেলকুচি উপজেলার ঔষধ বিক্রেতা সুভাষ চন্দ্র ও তাঁত শ্রমিক আ. মোমিন।