পুলিশ জানায়, সকালে রায়গঞ্জ উপজেলার নিঝুড়ী তালতলা ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তিকে মেরে ব্রিজের ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
অপরদিকে বেলকুচি উপজেলার বয়রাবাড়িতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঔষধ ব্যবসায়ী সুভাষ চন্দ্র।
এছাড়া উপজেলার সাহাপুরে তাঁত শ্রমিক আব্দুল মমিন কাজ করার সময় অসাবধানতাবশত তাঁত কারখানার ড্রামের সুতা গলায় পেঁচিয়ে মারা যায়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।