বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ নির্বাচনে প্রভাব ফেলবে না: পরিবেশ উপদেষ্টা
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্র ও শনিবার বিদেশি কূটনৈতিক মিশনগুলোতে মৌখিকভাবে এ নির্দেশনা পৌঁছানো হয়েছে বলে অন্তত দুটি মিশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মন্ত্রণালয়।