বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ নির্বাচনে প্রভাব ফেলবে না: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
দেশে এখন
0

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্র ও শনিবার বিদেশি কূটনৈতিক মিশনগুলোতে মৌখিকভাবে এ নির্দেশনা পৌঁছানো হয়েছে বলে অন্তত দুটি মিশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির ছবি সরানোর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকেও শেষ পর্যন্ত সরিয়ে দেয়া হতে পারে। তবে আজ (রোববার, ১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিষয়টি পরিষ্কার করেন।

তিনি বলেন, ‘বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না।’

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের এ নির্দেশনার কারণে এখন থেকে বিদেশি মিশনের চ্যান্সারি কমপ্লেক্স, মিশন প্রধানের বাড়ি ও মিটিং রুমে আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি থাকবে না।

এসময় ভোলাগঞ্জে সাদা পাথর লুট প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, ‘স্থানীয় প্রশাসনের যোগসাজশ বা নীরবতা ছাড়া এমন ঘটনা সম্ভব নয়।’ তিনি আশ্বাস দেন, ‘এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দ্রুত সিদ্ধান্ত হবে।’

তিনি আরও জানান, আগামী জানুয়ারি থেকে চীনের সহযোগিতায় তিস্তা মহা প্রকল্পের কাজ শুরু হবে। ১০ বছরের জন্য নেয়া এ প্রকল্পের লক্ষ্য নদী ভাঙন নিয়ন্ত্রণ, বন্যা মোকাবিলা ও শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা।

এনএইচ