ভারতের কর্ণাটকে গুহায় মিললো দুই কন্যাশিশুসহ এক রুশ নারীর সন্ধান
ভারতের কর্ণাটকের গোকার্নায় রামাতীর্থ পর্বতের চূড়ায় অবস্থিত একটি দুর্গম আর বিপজ্জনক গুহায় সন্ধান মিললো দুই কন্যা শিশুসহ এক রুশ নারীর। উদ্ধারকৃত নারী ও তার সন্তানেরা রাশিয়ার নাগরিক। ধ্যান ও প্রার্থনায় নিজেকে মগ্ন রাখতে জনমানবহীন আর বিষধর সাপের বসতি গুহাটি বেছে নেন তিনি।