ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে রেলের শিডিউল বিপর্যয়, বিড়ম্বনায় যাত্রীরা
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী যাত্রীর চাপ বাড়ছে ধীরে ধীরে। কিছুটা স্বাচ্ছন্দ্য আর যানজটের ভোগান্তি এড়াতে আগেভাগেই নগরীতে ফিরছেন অনেকে। সড়কপথে স্বস্তি থাকলেও রেলের শিডিউল বিপর্যয়ের কারণে বিড়ম্বনার শিকার হয়েছেন বলে অভিযোগ ঢাকায় ফেরা যাত্রীদের। এদিকে, কমলাপুরের স্টেশন মাস্টার জানান, রেলপথের যাত্রা স্বস্তিদায়কের জন্য প্রস্তুতি রয়েছে রেলওয়ের। অন্যদিকে, করোনা প্রতিরোধে মাস্ক পরতে সচেতন করছে রেলওয়ে।