ঈদে আসছে রোমান্টিক ফিকশন ‘কাঠের পুতুল’
রোমাঞ্চ ও আবেগের মিশেলে তৈরি এক ব্যতিক্রমধর্মী রোমান্টিক ফিকশন ‘কাঠের পুতুল’। এই গল্পে উঠে এসেছে সমাজের নানা বাধা-বিপত্তি ও সেগুলোকে অতিক্রম করে নতুন জীবন গড়ে তোলার সংগ্রাম। এরই মধ্যে প্রকাশিত হয়েছে নাটকটির পোস্টার, যা দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। অর্কিড ফ্লিমের প্রযোজনায় নির্মিত এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আরফিন ইসলাম। ঈদের দিনে ফিকশনটি মুক্তি পাবে বলে জানিয়েছে অর্কিড ফ্লিম।