ঈদে আসছে রোমান্টিক ফিকশন ‘কাঠের পুতুল’

কাঠের পুতুলে মৃন্ময় অমিত ও কথা কাব্য পৃথা
সংস্কৃতি ও বিনোদন
4

রোমাঞ্চ ও আবেগের মিশেলে তৈরি এক ব্যতিক্রমধর্মী রোমান্টিক ফিকশন ‘কাঠের পুতুল’। এই গল্পে উঠে এসেছে সমাজের নানা বাধা-বিপত্তি ও সেগুলোকে অতিক্রম করে নতুন জীবন গড়ে তোলার সংগ্রাম। এরই মধ্যে প্রকাশিত হয়েছে নাটকটির পোস্টার, যা দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। অর্কিড ফ্লিমের প্রযোজনায় নির্মিত এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আরফিন ইসলাম। ঈদের দিনে ফিকশনটি মুক্তি পাবে বলে জানিয়েছে অর্কিড ফ্লিম।

এতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা মৃন্ময় অমিত। নাটকটিতে মৃন্ময় অমিতের পাশাপাশি আরো অভিনয় করেছেন কথা কাব্য পৃথা।

নতুন কাজ নিয়ে উচ্ছ্বসিত মৃন্ময় অমিত বলেন, 'এটি একেবারেই ব্যতিক্রমধর্মী একটি গল্প। এরকম চরিত্রে আগে কাজ করার সুযোগ হয়নি। শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল অসাধারণ। আমি বিশ্বাস করি, দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে আমাদের এই কাজটি।'

এর আগেও ঈদ উপলক্ষে ‘মেঘমালা দ্বীপে রহস্য’ নামের একটি ওয়েব ফিল্মে দেখা গিয়েছিল মৃন্ময়কে।

এছাড়া রাইটার, কাল্পনিক, বর কনে পলাতক, ভালোবাসার বিয়েসহ একাধিক নাটকে প্রশংসিত হয়েছিল এই তরুণ অভিনেতা।

সেজু