রাজধানীর বর্ষা মানেই বৈচিত্র্যময় নাগরিক অনুভব
রাজধানীর বর্ষা মানেই বৈচিত্র্যময় নাগরিক অনুভব। কদমফুলের ঘ্রাণ, ভেজা ফুটপাথ, প্রেম আর স্বপ্নময়তা নিয়ে যাপিত জীবনে কাব্যিক অনুভব জাগায় এ ঋতু। রোমান্টিকতা আর জীবন বাস্তবতার দ্বৈরথে বর্ষা আঁকে প্রেম ও সংগ্রামের এক অনুপম চিত্র।