লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে জাফরানী স্পোর্টিং ক্লাব
বাংলাদেশের ফুটবলে যুক্ত হলো নতুন এক গর্বের পালক। প্রথমবারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ অংশ নিতে মালয়েশিয়ায় পৌঁছেছে দেশের শীর্ষস্থানীয় ক্লাব জাফরানী স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। মালয়েশিয়ার ইউপিএম বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আগামী ১১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বহুজাতিক টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, চীন, ফিলিপাইন ও ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশের ফুটবল দল।