আজ (শুক্রবার, ১০ জুলাই) হ্যালো সুপারস্টারস এর সার্বিক ব্যবস্থাপনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল নির্বাচন প্রক্রিয়াটি ছিল অত্যন্ত কঠিন। হ্যালো সুপারস্টারসের সার্বিক তত্ত্বাবধানে গত মে মাস থেকে সারা দেশজুড়ে শুরু হয় প্রতিভাবান খেলোয়াড় খোঁজার কার্যক্রম। নানা ধাপের বাছাই শেষে ১৬ জুন ২০২৫, বিকেএসপিতে অনুষ্ঠিত হয় চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা। সেখান থেকে নির্বাচিত ১৪ জন উদীয়মান ফুটবলারই এবার দেশের প্রতিনিধিত্ব করছে আন্তর্জাতিক মঞ্চে।
বিশ্বখ্যাত লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে এ বছরই প্রথমবারের মতো অন্তর্ভুক্তি ঘটছে বাংলাদেশের, যা দেশের ফুটবলের জন্য একটি মাইলফলক। এ অর্জনের পেছনে রয়েছে হ্যালো সুপারস্টারস ও জাফরানী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসানের বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তরিক প্রয়াস। তার ব্যক্তিগত আন্তর্জাতিক সংযোগ ও নিরলস প্রচেষ্টার ফলেই বাংলাদেশের এ কিশোর দলটির জন্য উন্মুক্ত হয়েছে লা লিগার দরজা।
বাংলাদেশে ফুটবলের মানোন্নয়নে ড. কামরুল আহসান একক প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগ ও আত্মনিবেদনের মাধ্যমে এবার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ যুব ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের কিশোরদের অংশগ্রহণ সত্যিই এক অনন্য অর্জন।—প্রেস বিজ্ঞপ্তি