মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগ: চট্টগ্রামে পুলিশের উপপরিদর্শক প্রত্যাহার
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে কামাল হোসেন নামে পুলিশের এক উপপরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। গত ২৪ এপ্রিল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কামাল হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।