পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা। এ সময় ৪৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন তারা। পরে একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার তিনজনের মধ্যে রমিজ উদ্দিন নামের একজন লোহাগাড়া থানা-পুলিশের সোর্স। ঘটনার সময় রমিজ উদ্দিন স্বীকার করেন ফেনিসিডিল পরিবহন ও ব্যবসার সঙ্গে কামাল উদ্দিন জড়িত। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।