খালেদা জিয়ার দেশে ফেরা রাজনীতিতে ভিন্ন মাত্রা তৈরি করবে
চিকিৎসা শেষে চার মাস পর বেগম খালেদা জিয়ার দেশে ফেরা রাজনীতিতে ভিন্ন মাত্রা তৈরি করবে বলে মনে করছেন বিএনপি নেতারা। আজ (মঙ্গলবার, ৬ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে আসা বিএনপি নেতারা বলছেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিকভাবে হয়রানিসহ চিকিৎসা নিতে না দেয়ার মত মৌলিক অধিকার হরণ করেছিল। দীর্ঘদিন অসুস্থ থাকার পর লন্ডন থেকে উন্নত চিকিৎসা নিয়ে বেগম জিয়া দেশে ফেরায় তাই উচ্ছ্বসিত নেতারা।