বেগম খালেদা জিয়ার যাত্রা নির্বিঘ্ন করতে ও জনদুর্ভোগ এড়াতে রাস্তায় দুপাশের ফুটপাতে দাঁড়ানো নির্দেশনাও দেয় দলটির নেতারা।
এ ছাড়া, বাংলাদেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্রের যে আলোচনা রাজনীতিতে বিদ্যমান; বেগম জিয়ার দেশে ফেরায় তা নস্যাৎ হবে বলে মনে করছেন তারা।
পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান দেশে ফেরাকে কেন্দ্র করে আলাদা আগ্রহ লক্ষ্য করা যায় বিএনপি নেতাদের মধ্যে।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্য গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডন যান এবং একই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন। তার সঙ্গে আছেন দুই পুত্রবধূ শামেলা রহমান ও ডা. জুবাইদা রহমানসহ ১৫ জন।