আমেরিকার জঙ্গলে নতুন আশা, আবারও বাড়ছে জাগুয়ারের উপস্থিতি
সোনালি চামড়ার ওপর কালো দাগ, আকারে বাঘের মতো হলেও দেখতে কিছুটা চিতাবাঘের মতো জাগুয়ার। আমেরিকার জঙ্গলের সবচেয়ে বড় বিড়ালজাতীয় প্রাণী। এক সময় বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল এ শিকারি প্রাণীটি। সাম্প্রতিক জরিপ বলছে, মেক্সিকোতে আবারও বাড়ছে জাগুয়ারের সংখ্যা। তবে আশার এ আলো এখনও পুরোপুরি নিরাপদ নয়।