কেমন গেলো এবারের এইচএসসির প্রথম পরীক্ষা?
বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো প্রথম দিনের এইচএসসি পরীক্ষা। এমসিকিউ প্রশ্ন কঠিন হয়েছে বলে জানান অনেক শিক্ষার্থী। গেলো বছরের তুলনায় বেশিরভাগ বোর্ডে পরীক্ষার্থী কমলেও রাজশাহী ও ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে। প্রথম দিনের পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে করোনা ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে নেয়া হয় বাড়তি সতর্কতা।