বৃষ্টির তোড়ে ভাঙলো শীতল ঝর্ণা খালের ব্রিজের একাংশ
বেড়েছে যানজট-ভোগান্তি
বৃষ্টির পানির তোড়ে ভেঙে গেছে চট্টগ্রাম নগরীর বায়েজিদ অক্সিজেন সড়কের শীতল ঝর্ণা খালের ওপর নির্মিত ব্রিজের একাংশ। এতে অন্যপাশ দিয়ে যান চলাচল করতে হচ্ছে, ফলে বেড়েছে যানজট-ভোগান্তি। জলাবদ্ধতা প্রকল্পের অধীনে খাল সম্প্রসারণ করায় বেশ কিছুদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল ব্রিজটি, অবশেষে বৃষ্টির পানির চাপে ভেঙে পড়েছে দাবি মেয়রের। দ্রুত সময়ে করপোরেশন নির্মাণ শুরু করবে বলেও জানানো হয়েছে।