ডেমরায় উচ্ছেদে অভিযানে রাজউক-বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান
ডেমরায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানে বাধা দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, রাজউক উদ্দেশ্যমূলকভাবে গরিব মানুষের বাড়িঘর ভেঙে দিচ্ছে। যদিও রাজউক কর্মকর্তারা বলছেন, সরকার পরিবর্তনের পর অনেক ভবন মালিক সড়ক দখলে আরও বেপরোয়া হয়ে উঠেছেন। এদিকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনের সড়কে অবৈধ দোকানপাটে উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি।