বিমান বিধ্বস্তে শোক জানিয়ে শোক বইয়ে আলজেরিয়ার মন্ত্রীর স্বাক্ষর
ঢাকায় সামরিক বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন আলজেরিয়ার মুজাহিদিন ও অধিকারধারী মন্ত্রী ঈদ রেবিগা। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর করে শোক জানান তিনি। রাজধানী ঢাকায় একটি সামরিক বিমান স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়ে বহু মানুষ নিহত ও আহত হওয়ার প্রেক্ষিতে এ শোকবার্তা প্রদান করেন তিনি।