শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘এ মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে আমরা, প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, আলজেরিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের এ দুঃসময়ে আলজেরিয়া তাদের সঙ্গে রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশি জনগণ এ কঠিন সময় অতিক্রম করতে সক্ষম হবে।’
মন্ত্রী রেবিগার এ শোকবার্তা বাংলাদেশ-আলজেরিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির একটি মূল্যবান নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।