সবুজের সঙ্গী ফুল, শত্রু শহরের ধোঁয়া!
গ্রীষ্মের শেষে বর্ষার জয়গান। কাঠফাটা রোদের পর বজ্র বৃষ্টির যেন আষাঢ়-শ্রাবণের ছায়াসঙ্গী। চোখ মেলে প্রকৃতির দিকে তাকালেই গাছে গাছে ধরা দেয় জারুল, সোনালু, কৃষ্ণচূড়া কিংবা সমুদ্র জবারা। তবে ক্রমশ বাড়ছে প্রকৃতি ধ্বংসের আয়োজন। মানবসৃষ্ট কারণে নষ্ট হচ্ছে বনভূমি, কমছে সবুজ।