তিন সেঞ্চুরি ও বড় জয়: এক ম্যাচেই অস্ট্রেলিয়ার যত রেকর্ড
টি-টোয়েন্টি সিরিজে দাপট, ওয়ানডে সিরিজে ভরাডুবি। দুই সপ্তাহের ব্যবধানে অস্ট্রেলিয়া দেখে ফেলেছিল মুদ্রার দুই পিঠই। সমালোচনার চাপটাও একেবারেই কম ছিল না। তবে সেসব পার করে শেষ ম্যাচে নিজেদের জাত চেনালো অজিরা। টপ অর্ডারে তিন সেঞ্চুরি, ১৯ বছর পর ৪০০ ছাড়ানো দলীয় ইনিংস কিংবা কুপার কনোলির হাত ঘুরে অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগার- ম্যাককের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দেখা গেল সবকিছুই।