টাঙ্গাইলে সরকারি বইসহ ট্রাক জব্দ, প্রধান শিক্ষক পলাতক
টাঙ্গাইলের নাগরপুরে সরকারি বই বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উপজেলা মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান পলাতক রয়েছেন।