টাঙ্গাইলে সরকারি বইসহ ট্রাক জব্দ, প্রধান শিক্ষক পলাতক

টাঙ্গাইল
বইসহ জব্দ হওয়া ট্রাক
এখন জনপদে
0

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি বই বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উপজেলা মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান সরকারি বই ২০ টাকা কেজি দরে কালো বাজারে বিক্রি করে দিয়েছিলেন। ক্রেতা ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইউএনওকে খবর দেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপস্থিত হয়ে ক্যাম্পাস থেকে বইসহ ট্রাকটি জব্দ করেন। বইগুলো মির্জাপুর নিয়ে যাওয়া হচ্ছিল বলেও স্থানীয়রা জানান।

বক্তব্য জানতে প্রধান শিক্ষক মো. মজিবর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ জানান, ২০২৫ সালের বইসহ একটি ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন, বই বিক্রি বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে বিস্তারিত জানাবো। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বইসহ ট্রাক জব্দ করে থানায় পাঠিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ