মার্কিন হুমকি সত্ত্বেও মস্কো থেকে তেল কিনবে নয়াদিল্লি
ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনবে ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, রাশিয়া থেকে আমদানি বন্ধ করতে, তেল কোম্পানিগুলোকে কোনো নির্দেশনাই দেয়নি ভারত সরকার। মস্কো থেকে তেল আমদানি করে কোটি কোটি ডলার সাশ্রয় হওয়ায়; যুক্তরাষ্ট্রের হুমকিতে ভারতের মাথানত করা ঠিক হবে না বলে মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।