অপরাধ নিয়ন্ত্রণে মেক্সিকোর পুলিশ বহরে যুক্ত হলো টেসলার সাইবারট্রাক
পুলিশের বহরে যুক্ত হলো টেসলার সাইবারট্রাক। অপরাধ নিয়ন্ত্রণে তিনটি সাইবারট্রাক কিনেছে মেক্সিকো। দেশটির জালিস্কো শহরে দাপিয়ে বেড়াচ্ছে ইলন মাস্কের অত্যাধুনিক এ গাড়ি। সম্প্রতি টেসলার তিনটি সাইবার ট্রাক পুলিশ বহরে যুক্ত করেছে মেক্সিকো সরকার। গাড়িগুলো শুধু টহলই নয়, কাজ করবে মোবাইল ইন্টেলিজেন্স ইউনিট হিসেবেও।